Call

গ্রহণ করা যাবে। কারণ হারাম উপার্জনের জন্য দাতা দায়ী হবে; গ্রহীতা নয়। রাসূল (ছাঃ) অমুসলিমদের হাদিয়া গ্রহণ করেছেন (বুখারী ২/১৯৫ পৃঃ, ‘মুশরিকদের হাদিয়া গ্রহণ করা’ অনুচ্ছেদ)। এছাড়া পবিত্র কা‘বা ঘরও মুশরিকদের দান দ্বারা নির্মিত হয়েছিল (আর-রাহীকুল মাখতূম, পৃঃ ৬১, ‘কা‘বা ঘর নির্মাণ’ অনুচ্ছেদ) । তবে হারাম পন্থায় উপার্জিত সম্পদ দান করলে তা আল্লাহর নিকটে কবুল হয় না (মুসলিম হা/২২৪, মিশকাত হা/৩০১)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ