Call

যদি সে তালাকে রাজঈ অর্থাৎ এক তালাক অথবা দুই তালাক দিয়ে থাকে, তবে নতুন বিবাহের মাধ্যমে ফিরিয়ে নিতে পারবে। যদি এক সঙ্গে তিন তালাক দেয় তবুও। কারণ এক সঙ্গে হাযার তালাক দিলেও এক তালাকই গণ্য হয় (আবুদাঊদ হা/২১৯৬; মুসলিম হা/১৪৭২) । তবে যদি তিন মাসে তিন তালাক দেয় তাহলে ফিরিয়ে নিতে পারবে না। যতক্ষণ স্বেচ্ছায় অন্যত্র বিবাহ না হবে এবং সেখান থেকে স্বেচ্ছায় তালাক না হবে (বাকারাহ ২২৯-২৩০; বুখারী হা/৫২৬৫; মিশকাত হা/৩২৯৫) । উল্লেখ্য যে, প্রচলিত হিল্লা প্রথা একটি জাহেলিয়াত। আল্লাহ ও তাঁর রাসূল (ছাঃ) এদের লা‘নত করেছেন (আবুদাঊদ হা/২০৭৬; মিশকাত হা/৩২৯৬)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ