KanizDIya

Call

ঘরে বসে বিনামূল্যে ইংরেজি শিক্ষার অসাধারণ সব সাইট, আপনার জন্যে --লিখেছেন সবজান্তা গোঁসাই বন্ধুরা, কেমন আছেন সবাই ? আমি জানি, সবাই অবশ্যই ভালো থাকবেন। আমি সবজান্তা গোঁসাই, এই ব্লগে এটাই আমার প্রথম পোস্ট। কেমন হচ্ছে পোস্টগুলি তা জানালে আমি উৎসাহবোধ করব। মন্তব্য লিখবেন এবং জনস্বার্থে সোস্যাল নেটওয়ার্কগুলিতে শেয়ার করে দেবেন। আমার বিষয় মূলত শিক্ষা, কেরিয়ার এবং তথ্যসন্ধান। যেমন আজকের বিষয় অন লাইনে ইংরজি ভাষাশিক্ষা। এখানে আমি কয়েকটি সাইটের নাম উল্লেখ করব, যা ভাষাশিক্ষার নবিশদের উপকারে লাগবে। ছাত্রছাত্রী, যুবক-যবতী এবং তাদের মা-বাবাও সাইটিতে ভিজিট করতে পারবেন। সম্পূর্ণ বিনামূল্যে ঘরে বসে ইংরেজি ভাষা শেখা যায় এমন কিছু সাইট বহুদিন ধরে হন্যে হয়ে খুঁজে বেরিয়েছি। অবশেষে পেয়ে গেছি সেই পরশপাথর। একা একা কুক্ষিগত না-করে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় অবস্থানরত বাঙালিদের কাছে পৌঁছে দিলাম আমার আবিষ্কৃত জ্ঞান। সাইটগুলি হল : (১) http://bbcjananla.com (২) http://learnenglish.britishcouncil.org (৩) http://talkenglish.com (৪) http://englisch-hilfen.de/en (৫) http://learningenglish.voanews.com (৬) http://englishclub.com/learn-english.htm‎ (৭) http://english-daily.com (৯) http://careerskills.in (১০)http://englishclip.com এবার পালা আপনার টেস্ট নেওয়ার। আপনি কতটা ইংরেজি ভাষাটা শিখলেন তার টেস্ট নিতে হবে না ! কতটা শিখলেন – বাঙালিদের মতো, নাকি ইংরেজদের মতো ? যাচাই করে নিন এই সাইট থেকে : (১) http://easyenglish.com (২) http://learn4good.com (৩) http://english-test.net

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ