শেয়ার করুন বন্ধুর সাথে

Call

ইমেইল মার্কেটিং হল একটি অনলাইন মার্কেটিং পদ্ধতি যার মাধ্যমে কোন পন্যের অথবা সেবার প্রচার করা যায়। ইমেইলের মাধ্যমে সাম্ভাব্য ক্রেতার কাছে নিজের পন্যের গুনাগুন তুলে ধরাই ইমেইল মার্কেটিং। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান এই পদ্ধিতির মাধ্যমে তাদের পন্যের প্রচার করে থাকে। ইমেইল মার্কেটিং এর মূলনীতি: - অল্প খরচে এবং কম পরিশ্রমে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যায়। - মার্কেটিং বেশি হওয়ায় আয় করা যায় বেশি। - সাধারণ মার্কেটিং-এর তুলনায় দ্রুত কাজ করে। - একই কনটেন্ট বারবার ব্যাবহার করা যায়। - ওয়েবডিজাইন এর জন্য বেশি অর্থের প্রয়োজন হয়না। - ইমেইল মার্কেটিং ব্যাবসার জন্য উচ্চ হোস্টিং ফি ব্যয় করতে হয় না। - ইমেইল মার্কেটিং -এ সেবা বিক্রি, অন্যের পণ্য বিক্রি, এফিলিয়েট পন্যের বিক্রয়কৃত কমিশন ইত্যাদি অসংখ্য আয়ের সুযোগ রয়েছে। - অন্য প্রতিষ্ঠানকে রেফার বা তাদের জন্য রিভিউ লিখে পূর্বেই সেই প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ আয় করা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ