শেয়ার করুন বন্ধুর সাথে

প্রসেসরকে মাদারবোর্ডের সাথে যুক্ত করার সিস্টেম কে ইন্টারফেস বলে। প্রসেসরকে মাদারবোর্ডের সাথে সকেটের দ্বারা যুক্ত করা হয়। আর এক এক প্রসেসর এর জন্য এক এক রকম সকেট। যেমনঃ ইন্টেল এর সকেট গুলা হচ্ছে LGA775 যা ইন্টেল Pentium 2, 3, 4, Dual Core, Core 2 Duo, Core 2 Quad, Core 2 Extreme প্রসেসর এর জন্য। LGA1156 হচ্ছে Core i3, i5, i7 এর জন্য। 2nd Generation Intel Core i3, i5, i7 LGA1155 সকেট সাপোর্ট করে। Core i7 এর জন্য LGA1366 নামে আলাদা আরও একটি সকেট আছে। এএমডি এর জন্য Sempron, Athlon, Athlon64, Phenom এর জন্য AM2 ও Athlon 2, Phenom 2 এর জন্য AM3 সকেট ব্যাবহার করা হয়। আপকামিং BULLDOZER এর জন্য AM3+ সকেট ব্যাবহার করা হবে। বর্তমানে BULLDOZER হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী প্রসেসর।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ