শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সাধারণ ভাবে সবার-ই নিজের যত্ন নেয়া উচিত যাতে শুধু ছুলিই নয়, অন্যান্য ছত্রাকজনিত রোগ-ও যেন না হয়। - গরমকালে পাতলা ঢিলেঢালা পোশাক বেছে নেয়া - গরমে শরীরে ঘাম ও তেল নিঃসরিত হয়ে থাকে, যা ফাঙ্গাসের বৃদ্ধির সহায়ক, গোসল এবং সাবান ব্যবহারের মাধমে ঘাম ও তেল দূর করতে হবে। - গোসলের পর গা ভালো করে শুকানো। তেমনি ঘর্মাক্ত অবস্থায় বেশিক্ষণ না থাকা। - রোদ থেকে বাঁচার জন্য সানব্লক এবং ছাতা ব্যবহার করা। - ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা। - দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক না খাওয়া। - ভালো ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহার করা। - পুষ্টিকর খাবার খাওয়া। - প্রচুর পানি পান করা। - সর্বাঙ্গীণ পরিচ্ছন্নতা বজায় রাখা। এভাবেই ছুলি চিনুন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন এবং সুস্থ থাকুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ