শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ডেসিমেল অর্থ দশমিক আর বিসিডি হল বাইনারি কোডেড ডেসিমেল অর্থাৎ দশমিক সংখ্যার বাইনারি মান। মানুষ দশমিক মান বুঝে ও ব্যাবহার করে কিন্তু কম্পিউটার বাইনারি ছাড়া কিছুই বুঝেনা তাই মানুষ যখন দশমিক ইনপুট দেয় তাকে কম্পিউটার এর বোধগম্য করতে একধরনের এনকোডার ব্যাবহার হয় যা উক্ত দশমিক সংখ্যার সমমানের বাইনারি মান কম্পিউটার কে দিয়ে তা কম্পিউটার এর বোধগম্য করে। এই এনকোডার কে ডেসিমেল টু বিসিডি বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ