শেয়ার করুন বন্ধুর সাথে
Sanjoyrand1

Call

পিএইচপি একটি স্ক্রিপ্টিং ল্যংগুয়েজ একথা আমরা সবাই জানি, যেকোনো ডাইনামিক সাইট ডেভেলপ করতে এর ভুমিকা অনস্বীকার্য। একথা আমরা সবাই জানি। কিন্তু কোর পিএইচপিতে আপনি যখন একটা বিশাল ডাইনামিকক সাইট ডেভেলপ করতে যান তখন তা হয় অনেক সময় সাপেক্ষ ব্যপার। তাই কোডিংকে আর দ্রুততার সাথে সম্পন্ন করতেই ফ্রেমওয়ার্কের আবির্ভাব। ফ্রেমওয়ার্কে সাধারণত পিএইচপি এর সাধারণ কোডগুলো অনেক সহজ করা সম্ভব থাকে। অনেক ধরনের ফ্রেমওয়ার্কই আছে ওয়েব দুনিয়ায়। যেমন জেন্ড পিএইচপি, কেক পিএইচপি, কোডইগনিটার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ