শেয়ার করুন বন্ধুর সাথে
Sanjoyrand1

Call

১) পাকস্থলী ও অন্ত্রের প্রদাহঃ বেশীরভাগ রোগীর ক্ষেত্রে দেখা যায় তারা বদহজম ও ঢেকুর জনিত সমস্যায় ভোগেন। ২) পেটের ডান পার্শ্বে ব্যথাঃ পেটের ডান পার্শ্বে হাল্কা ব্যথা বা অনেক সময় প্রচণ্ড ব্যথা হয় এবং এই ব্যথা পেট হতে ঘাড়ের ডান পাশে ছড়িয়ে পড়তে পারে। ৩) পেটের ডান পার্শ্বে ভার অনুভূত হওয়া। ৪) জন্ডিস ও ত্বকে চুলকানিঃ পরিনত পর্যায়ে জন্ডিস দেখা দেয়, শরীরের রঙ হলুদ হয়ে যায় সাথে চুলকানি হয়ে থাকে। রাতে চুলকানি অতি মাত্রায় বেড়ে যায়। ৫) জ্বর এবং দুর্বলতাঃ ২৫% রোগীর ক্ষেত্রেই লক্ষণ হিসেবে জ্বর দেখা দেয় এবং ক্যান্সার পরিণত পর্যায়ে গেলে জ্বরের সাথে শরীর শুকিয়ে যায় এমনকি রক্তশূন্যতাও হতে পারে। উপরক্ত লক্ষণগুলো দেখা মাত্রই পরীক্ষার জন্য হাসপাতালে যেতে হবে। যাদের এই ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশী তাদেরকে অবশ্যই নিয়মিত চেক-আপ করতে হবে যাতে ক্যান্সার ধরা পড়া মাত্রই ট্রিটমেন্ট শুরু করা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ