শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বুলিয়ান অ্যালজেবরার বৈশিষ্টগুলো নিম্নরূপঃ ১. বুলিয়ান অ্যালজেবরায় শুধুমাত্র ০ ও ১ এ দুটি মাত্র অংক ব্যবহার করা হয়। ২. এ অ্যালজেবরায় শুধুমাত্র যোগ এবং গুনের মাধ্যমে সমস্ত গাণিতিক কাজ করা হয়। ৩.এতে কোন ধরনের ভগ্নাংশ, লগারিদম, ঋণাত্নক সংখ্যা, কাল্পনিক সংখ্যা ইত্যাদি ব্যাবহার করা যায় না। ৪. এতে কোন ধরনের জ্যামিতিক ও ত্রিকোণমিতিক সূত্র ব্যাবহার করা যায় না। ৫.এ অ্যালজেবরা দশমিক অ্যালজেবরার তুলনায় অনেক সহজ পদ্ধতি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ