Share with your friends
রক্ত কি ? প্রশ্নটির উত্তর সাধারণভাবে দিলে বলা যায় শরীরের কোন অংশে কেটে গেলে লাল রঙের
যে তরল পদার্থ বের হয়ে আসে তাই রক্ত । ইহা স্বাদে লবণাক্ত, অস্বচ্ছ, ঈষৎ ক্ষারীয় ও আঠালো চটচটে তরল পদার্থ । একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে গড়ে ৫ থেকে ৬ লিটার রক্ত থাকে। প্রধানত অস্তিমজ্জায় রক্ত উৎপন্ন হয় । রক্তের উপাদান : রক্ত প্রধানত দুটি উপাদান নিয়ে গঠিত ।
যথা :
১। রক্তরস বা প্লাজমা
২। রক্ত কণিকা

 
রক্তরস : রক্তের হালকা হলুদ বর্ণের তরল অংশকে রক্তরস বা প্লাজমা বলে ।এই রক্তরসে রক্তকণিকা ভাসমান অবস্থায় থাকে ।রক্তরসে পানির পরিমাণ ৯২% । এছাড়াও রক্তরসে গ্লুকোজ, অ্যামাইনো এসিড,ফ্যাটি এসিড, গ্লিসারল, আমিষ (যেমন : অ্যালুবুমিন, ফিব্রিনোজেন), খনিজলবণ, হরমোন, ভিটামিন, ইউরিয়া, এন্টিবডি, অক্সিজেন, কার্বনডাইঅক্সাইড ও অন্যান্য বর্জ্য পদার্থ ।
 
রক্তকণিকা : রক্তরসের মধ্যে ছড়ানো বিভিন্ন ধরনের কোষকে রক্তকণিকা বলে । রক্তের ৪৫% হলো রক্তকণিকা ।
মানুষের রক্তে তিন ধরণেরকণিকা থাকে । যথা :
১। লোহিত রক্তকণিকা
২। শ্বেত রক্তকণিকা
৩। অনুচক্রিকা
Talk Doctor Online in Bissoy App
rezaul3635

Call

রক্ত হলো তরল যোজক কলা। রক্তের উপাদান দুইটিঃ

      ১) রক্তরস ও

    ২) রক্ত কণিকা

Talk Doctor Online in Bissoy App

রক্ত (Blood) হল উচ্চশ্রেণীর প্রাণিদেহের এক প্রকার কোষবহুল, বহু জৈব ও অজৈব পদার্থের সমন্বয়ে গঠিত সামান্য লবণাক্ত, আঠালো, ক্ষারধর্মী ও লালবর্ণের ঘন তরল পদার্থ যা হৃৎপিন্ডধমনীশিরা ও কৈশিক জালিকার মধ্য দিয়ে নিয়ত আবর্তনশীল। রক্ত একধরণের তরল যোজক কলা

 

 

রক্তের অংশ 

রক্তের মূল অংশ দুইটি। যথা:

 

 

Talk Doctor Online in Bissoy App