পাসপোর্ট/ভিসা এক্সপার্ট/আইনজীবীদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার বাবার এনআইডি কার্ডের নাম থেকে মোঃ/md. বাদ দিয়ে এবং মায়ের এনআইডি কার্ডের নাম থেকে বেগম/Begum এর বদলে ভূঁইয়া/Bhuiyan দিয়ে আমি আমার জন্মসনদ করতে চাই। (উদাহরণ স্বরূপঃ- পিতার এনআইডি কার্ডে নাম- মোঃ আব্বাস আলী চৌধুরী/Md. Abbas Ali Chowdhury এবং মাতার এনআইডি কার্ডে নাম- খুদেজা বেগম/Khodeza Begum এখন আমি আমার জন্ম সনদে পিতার নামঃ আব্বাস আলী চোধুরী/Abbas Ali Chowdhury এবং মাতার নামঃ খুদেজা ভূঁইয়া/Khodeza Bhuiyan দিতে চাই।) এতে করে পরবর্তীতে পাসপোর্ট করতে কোন সমস্যা হবে কিনা এবং অন্যান্য কোন-কোন ক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে বিস্তারিত-সহ জানালে উপকৃত হবো। অগ্রিম ধন্যবাদ।
শেয়ার করুন বন্ধুর সাথে