শেয়ার করুন বন্ধুর সাথে
Call

স্ট্যাটিক রাউট (Static Route): স্টাটিক রাউট হল এমন একটি রাউটিং প্রোটকল যেখানে রাউটার এর রাউটিং টেবিলে প্রতিটি রাউটিং রুট ম্যানুয়ালি ডিফাইন করে দিতে হয়। কোন কারনে যদি নেটওয়ার্ক এর কোন রকম পরিবর্তন হয়ে থাকে তখন রাউটিং টেবিলে সেই ডাটা পুনরায় আপডেট করে দিতে হয় । স্ট্যাটিক রাউট এর ক্ষেত্রে তা অটোমেটিক পরিবর্তন হয় না। প্রতিটি রাউটিং প্রোটকল এর একটি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্যান্স রয়েছে । স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্যান্স হল 1। ছোট ছোট নেটওয়ার্ক এর ক্ষেত্রে স্ট্যাটিক রাউট উপযোগি কিন্তু বড় বড় নেটওয়ার্ক এর জন্য স্ট্যাটিক রাউট উপযোগি না। কেননা বড় বড় নেটওয়ার্ক এর ক্ষেত্রে শত শত নেটওয়ার্ক রুট থাকতে পারে, এ সকল রুট প্রতিটি রাউটারে ম্যানুয়ালি ডিফাইন করে দেওয়া অনেক কঠিন ও সময়সাপেক্ষ কাজ । এজন্য বড় বড় নেটওয়ার্ক এর ক্ষেত্রে স্ট্যৗটিক রাউট ব্যবহার করা হয় না । নেটওয়ার্কে যদি অল্পসংখ্যক রাউটার খুব কাছাকাছি থাকে তাহলে স্ট্যাটিক রাউটিং করাই ভাল । ফলে ব্যান্ডউইদ যেমন কম খরচ হবে সাথে নেটওয়ার্কটিও সিকিউর হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ