Amit 10 mg ট্যাবলেট টির পার্শ প্রতিক্রিয়া --

  • পোস্টেরাল হাইপোটেনশন হয়।
  • টাকাইকার্ডিয়া হতে পারে ।
  • পরিবাহের ব্যাঘাত ঘটে।
  •  মুখ শুষ্ক শুষ্ক ভাব হয়।
  • খাবার খেলে খাবার টক বা ধাতব স্বাদের মতো লাগে।
  • স্টোমাটাইটিস হয়।
  • কোষ্ঠকাঠিন্য হওয়ায় সম্ভাবনা রয়েছে ।
  • ঝাপসা ঝাপসা ভাব অনুভূত হয় 
Talk Doctor Online in Bissoy App
Jamiar

Call

এই ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া হলো  যেমনঃ রক্ত চাপ কমে যাওয়া, সিনকোপ, মুখ শুকিয়ে যাওয়া, মাথা ঘোরা, বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, বুক ধড়ফড় করা, হেলুসিনেশন, আলোক সংবেদনশীলতা, চোখে ঝাপসা দেখা, মাথা ঝিম ঝিম করা, দুর্বলতা, অবসাদ, কনফিউশন, প্রস্রাব করতে সমস্যা হওয়া এবং ওজন কমে যাওয়া।  এগুলো অতি অসহনীয় হলে চিকিৎসক এর পরামর্শ নিবেন।

Talk Doctor Online in Bissoy App