অনেক নিয়োগবিজ্ঞপ্তিতে দেখা যায় লেখা থাকে ব্যচেলর অফ cse, eee,, ,,যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার    করছে তারা এইরকম লেখা  থাকলে আবেদন করতে পারবে? তাই বলছি ব্যাচেলর ইঞ্জিনিয়ার  এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার  কি? 
Share with your friends

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হচ্ছে ছোট ইঞ্জিনিয়ার। মানে বলা যায় ৫০% জানেন। ডিপ্লোমার এর উপরের পজিশন ব্যাচেলর। তারা ১০০% জানেন।  


জেনে রাখা ভালো যে, ডিপ্লোমা এবং HSC সমমান। একজন কলেজ স্টুডেন্ট যেমন HSC এর পরে BSC করে, তেমন SSC পাশের পর Diploma পাশ করা স্টুডেন্টরাও BSC অর্থাৎ ব্যাচেলর পড়েন।

যেহেতু দুইটা পজিশন সমান না তাই  ডিপ্লোমা হোল্ডারেরা ব্যাচেলার এর কাজ করতে পারেন না। যেমন একটা ইন্টার পাস ছেলে এসএসসি পাস ছেলের থেকে বেশি জানে। আবার কিছু কিছু ছোট কাজর দুইজনেই পারে, সেইক্ষেত্রে কোম্পানি বিজ্ঞাপনে বলেই দেন যে ডিপ্লোমা এবং ব্যাচেলর উভয়েই আবেদন করতে পারবে।
Talk Doctor Online in Bissoy App