শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এসি থেকে নির্গত পানি যেহেতু স্বচ্ছ ও পবিত্র থাকে এবং তা ব্যবহৃত নয় তাই এ পানি দ্বারা অযু ও ফরয গোসল করা জায়েয। সাধারণ ভালো পানি না পাওয়ার কারণে কেউ যদি এই পানি দ্বারা অযু করে তবে তা সহীহ হবে। আর এই পানি দ্বারা নাপাক কাপড়ও ধোয়া যাবে। (আলবাহরুর রায়েকঃ ১/৬৬; শরুহুল মুনয়াহ পৃষ্টাঃ ৮৮; আলইখতিয়ারঃ ১/৬৪; আদ্দুররুল মুখতারঃ ১/১৭৯) পানি পবিত্র, কোন কিছু তাকে নাপাক করে না, কিন্তু যে অপবিত্র বস্তু তার বর্ণ, স্বাদ বা গন্ধ এই তিনটি গুন পরিবর্তন করে দিলে নাপাক হয়ে যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ