Call

জেনারেল শাখার রিজাল্ট এর মূল্য বেশি BM বি এম শাখার চেয়ে। বি এম থেকে পাশ করলে চাকরির ক্ষেত্রে বেশি মূল্যায়ন করা হয় না। সাধারণ শাখা থেকে পাশ করলে চাকরি, ভর্তির ক্ষেত্রে বেশি মূল্যায়ন করা হয়। বি এম শাখা থেকে যত পয়েন্ট এই পান না কেন এটার তেমন কোনো মূল্য কোনো জায়গায় পাওয়া যাবে না। যেমন এ বছর যারা বি এম শাখা থেকে HSC সি পরিক্ষা দিয়েছে তারা ভালো রিজাল্ট থাকা শর্তেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারে না। কোনো সাবজেক্ট তাদের শো করে না। তাছাড়া বর্তমানে যারা জেনারেল শাখা বা মাদরাসা থেকে HSC পাশ করেছে তারা অল্প পয়েন্ট দিয়েও জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারে এবং তাদের অনেক সাবজেক্ট শো করে এবং আশাকরা যায় পয়েন্ট অনুযায়ী চয়েসকৃত কাঙ্খিত সাবজেক্ট ও পাবে। আশাকরি আপনার উত্তর পেয়েছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ