Call

(১)কোন সদস্য প্রশ্ন করলে তার উত্তর পাওয়াটা কতগুলো বিষয়ের উপর নির্ভর করেঃ 

  1. আপনার প্রশ্নের উত্তর কারো জানা আছে কিনা । 
  2.  আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মানসিকতা কারো আছে কিনা 
  3. আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মত যথেষ্ট সময় কারো আছে কিনা । ইত্যাদি 
দেখলাম আপনার প্রশ্নে উত্তর দেওয়া হয়েছে, বিস্ময়ে সামান্য কিছু সমস্যার কারণে অনেক সময় নিজের প্রশ্নে উত্তর দিলেও সেটার নোটিফিকেশন আসে না৷ এর জন্য আপনি আমার পরিবর্ধনসমূহ পাতাটি ব্যবহার করতে পারে। সেখান থেকে কে উত্তর দিল না দিলো সেটাও দেখা যায়।
(২) হয়ত আপনার উত্তরগুলো প্রত্যাখ্যান করা হয়েছে৷ উত্তর অনুমোদন পেতে চাইলে নীতিমালা মেনে উত্তর দিতে হবে। আর প্রশ্নগুলো তো ঠিকই আছে, আমি দেখতে পারছি। প্রশ্ন দেখতে আপনার প্রশ্নেগুলোতে যান। আপনি যদি অজ্ঞাতকুলশীল হয়ে প্রশ্ন করেন তবে সেটা প্রোফাইলে দেখা যাবে না।  উত্তর অনুমোদন না পাওয়ায় সেখানে কোন উত্তর দেখতে পারবেন না। যতক্ষণ না আপনার কোন উত্তর না প্রদান করেন বা উত্তর  অনুমোদন না পায়।

Talk Doctor Online in Bissoy App