শেয়ার করুন বন্ধুর সাথে

বা এমবি কাটা কমানোর জন্য আপনাকে কিছু সেটিং পরিবর্তন করতে হবে। আমি পর্যায়ক্রমে আপনাকে বুঝিয়ে দিবে এই সেটিং গুলো পরিবর্তন করবেন। প্রথমে মোবাইলের সেটিং অপশনে যেয়ে Restrict Background data চালু করুন। সেটিংটি চালু করতে নিচের ক্রম অনুসরণ করুন। Settings-Data usage-Restric Background data-on. আপনার প্রথম কাজ শেষ। এখন আপনাকে যে কাজটি করতে হবে, সে জন্য প্রথমে গুগল প্লে-স্টোর এ যেতে হবে। তারপর মেনু বারে ক্লিক করে সেটিং অপশনে ক্লিক করতে হবে। তারপর General-এ যেতে হবে। General অপশনে “Auto – Update Apps” নামে একটা অপশন থাকবে। এটা “Do not Auto – Update Apps” select করতে হবে। তৃতীয় কাজটি হলো মোবাইলের Background Apps গুলো বন্ধ করতে হবে। Settings এ যেয়ে Apps & Notifications এ ক্লিক করতে হবে। তারপর Apps এ ক্লিক করুন এবং অপ্রয়োজনীয় Apps গুলো তে যেয়ে FORCE STOP করুন তাহলেই আপনার কাজ শেষ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ