Share with your friends

না লাগবে না।  প্রতিটা গদ্য ও পদ্য ভালো করে পড়ুন, মূল ভাবটা বুঝুন। তাহলেই সৃজনশীল ও mcq এর উত্তর দিতে পারবেন। 

Talk Doctor Online in Bissoy App
  • এটা আপনার প্রতিষ্ঠান ও আপনার ফলাফলের আকাঙখার উপর নির্ভর করে। যেমনঃ- আমরা এইচএসসি বাংলার জন্য লেকচার গাইড কিনেছি।
Talk Doctor Online in Bissoy App

গাইড কিনবেন নাকি কিনবেন না সেটা একান্ত অাপনার ব্যক্তিগত ব্যাপার। তবে অামার মতে গাইড কিনা উচিত। ভালো ফলাফল করার জন্য প্রচুর পরিমাণে সৃজনশীল প্রশ্ন এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন অনুশীলন করা উচিত। কিন্তু মূল বইয়ে একটি সৃজনশীল প্রশ্ন এবং ৪/৫ টি নৈর্ব্যক্তিক প্রশ্ন অাছে যা অনুশীলন করার জন্য পর্যাপ্ত নয়। মূল বই পড়ার কতটুকু শিখতে বা বুঝতে পেরেছেন তা টের পাবেন সৃজনশীল ও নৈর্ব্যক্তিক প্রশ্ন অনুশীলন করার সময়। তাছাড়া গাইডে বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং স্বনামধন্য কলেজের প্রশ্ন ও উত্তর দেওয়া থাকে যা অনুশীলন করলে বোর্ড প্রশ্ন সম্পর্ক সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন এবং সহজে পরীক্ষায় উত্তর দিতে পারবেন। এছাড়া মূল বইয়ের পড়া ভালোভাবে বুঝার জন্যও মাঝেমাঝে গাইডের দরকার হয়। মনে রাখবেন, প্রথমে মূল বই ভালো করে পড়বেন,এরপর গাইউ বই পড়বেন।

Talk Doctor Online in Bissoy App