অবশ্যই নিজে করা যায়। তবে এর জন্য ভালভাবে HTML কোডিং শিখতে হবে। কোডিং ভালভাবে না শিখে নিজে নিজে কোড তৈরি করতে গেলে অনেক বিড়ম্বনায় পড়তে হবে। HTML(Hyper Text Markup Language) মূলত ওয়েব পেজ ডিজাইনের জন্য ব্যবহার করা হয়। আপনি এটি শিখে নিজের ওয়েবসাইটে সেটাকে কাজে লাগাতে পারেন। এছাড়াও অন্য কারো ওয়েব ডিজাইন করে উপার্জন করতে পারবেন। এর জন্য অবশ্য HTML এর পাশাপাশি আরো কিছু কোডিং শেখা প্রয়োজন যেমন- CSS, JAVASCRIPT, PHP । ক্ষতি বলতে তেমন কিছু নেই। আপনি ভালভাবে কোডিং না শিখে সেটা এ্যাপ্লাই করতে গেলে অনেক ভুলত্রুটির সম্মুখ্যিন হবেন। শুধু HTML দিয়ে মনের মত ডিজাইন করতে পারবেন না। অদক্ষ হলে সেক্ষেত্রে অনেক বিড়ম্বনায় পড়বেন এবং সময় অপচয় হবে।

Talk Doctor Online in Bissoy App