প্রায় দুইমাস হলো Casio fx-991 calculator ti kenar.. কিন্তু এখন এটি হঠাৎ off হচ্ছে আবার একটুপর খুলছে। আমি নতুন একটি কিনতে চাচ্ছি।But কিভাবে আসল calculator চিনবো?
Share with your friends

আপনার উক্ত ক্যালকুলেটরটির ব্যাটারির চার্জ হয়তবা শেষ হয়ে গেছে বাজার থেকে নতুন আরেকটি ব্যাটারি ভড়ুন দেখুন চলে কিনা? আর নতুন আরেকটি CASIO scientific ক্যলকুলেটর কিনত চাইলে ওরেন্টিসহকারে fx 100 MS কিনুন এটা বেশি দিন টিকবে । আর ভাল ক্যালকুলেটর সাধারনত দেখতে একটু উপরের দিকে মোটা সাইজের হয়ে থাকে । china মেইডের ক্যালকুলেটর কিনুন । ক্যলকুলেটররের কভারে বারকোড দেখে কিনুন । ধন্যবাদ

Talk Doctor Online in Bissoy App
Call

 আসল casio calculator চেনার উপায়---

  •  প্রথমে ON বাটন চেপে ক্যালকুলেটরটি অন করুন। 
  • এবার Shift+7+ON একসঙ্গে চাপুন। 
  •  ডিসপ্লে কাল হয়ে গেলে 1 না আসা পর্যন্ত Shift বাটনটি চাপতে থাকুন। 
  •  ডিসপ্লেতে 1 আসলে পরের বাটনগুলো একে একে চাপতে থাকুন (ON বাটন বাদে), দেখুন ডিসপ্লেতে 2,3,4…….. ইত্যাদি পরপর আসছে অর্থাৎ বাটনগুলো চেক হচ্ছে। 
  •  যাদের ক্যালকুলেটরে চার অ্যারো কি সমৃদ্ধ Replay বাটন আছে তারা Mode বাটনের পর Replay বাটনের নিচের অ্যারো কি’টি বাদে উপরের ৩ টি অ্যারো কি চাপুন। আর নিচের অ্যারো কি বাটনটি “CONST” বাটনের পরে চেক করুন। 
  • এভাবে Shift থেকে Ans পর্যন্ত সব বাটন চেক হয়ে গেলে সবশেষে = বাটনটি চাপুন। 
  • ডিসপ্লেতে OK আসলে ON বাটনটি চাপুন।

তবে নকল ক্যাসিও ক্যালকুলেটর Shift+7+ON কম্যান্ড বুঝতে পারেনা। 

    তথ্যসূত্র ~ব্লগ

             

Talk Doctor Online in Bissoy App