প্রিয় ভাই, স্বাভাবিকভাবে এসিড তরল অবস্থায় থাকে এবং খার কঠিন অবস্থায়। রাসায়নিক বিক্রিয়া কালে কোন এসিড কতখানি খার কে প্রশমিত করবে বা কোন ক্ষার কতখানি এসিড কে প্রশমিত করবে তা নির্ভর করে এসিড এর খারত্ব এবং ক্ষারের অম্লত্ব এর উপর। বিক্রিয়ার চলাকালীন সময়ে যদি তাদের মধ্যে দ্রাবক অর্থাৎ পানি মিশ্রিত করা হয় তবে এসিডের খারত্ত কমবে এবং ক্ষারের অম্লত্ব ও কমবে। শক্তিশালী বিক্রিয়া তখন দুর্বল পরিস্থিতি তৈরি করবে। যদি আপনি বিক্রিয়ায় অংশগ্রহণ এর পূর্বে বিক্রিয়ক সমূহের যে কোন একটির সঙ্গে পানি মিশান তাহলে যে বিক্রিয়কের সঙ্গে পানি মিশ্রিত করা হচ্ছে সেই বিক্রিয়ার বিক্রিয়া করার স্বাভাবিক ক্ষমতা কমে যাবে। কেননা প্রত্যেকটি বিক্রিয়কের আলাদা আলাদা ঘনমাত্রা থাকে। কোন বিক্রিয়ক এ দ্রাবক হিসেবে পানি ব্যবহার করার পর তার ঘন মাত্রা কমতে থাকে এবং আয়তন বৃদ্ধি পেতে থাকে। সম আয়তনের সম ঘনমাত্রার এবং  ও সম অম্লত্ব ও সম ক্ষারত্ব বিশিষ্ট বিক্রিয়ক সমূহ পরস্পরকে সমানভাবে প্রশমিত করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ