আমি একজন ব্যাবসায়ী কিছু দিন আজ্ঞে আমি কিছু ipl জুয়া খেয়ে ১২ লাক টাকা হেরে গিয়েছি। এখন সেই টাকা তোলার জন্য  আমি কি আবার জুয়া খেলবো?  নাকি আস্তে আস্তে ইনকাম ব্যবসা করে সেই টাকা পুরন কর।। আমার মাসে ইনকাম আনুমানিক ৩৫০০০ টাকা।  যেটা ঠিক মনে হয় সেটাই বলবেন।
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি পুনরায় ব্যাবসা শুরু করুন। ইসলামে জুয়া খেলা হারাম। আর অন্যদিকে ব্যবসা হালাল পন্থা। আশা করি ব্যবসার মাধ্যমে আপনি অল্প সময়ে আপনার টাকা পূরন করতে সক্ষম হবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

হালাল উপার্জন ইবাদত কবুলের পূর্বশর্ত। উপার্জন হালাল না হলে বান্দার দোয়া ও ইবাদত কোনো কিছুই কবুল হয় না। তাই মুমিনের প্রধান দায়িত্ব হালাল উপার্জন করা এবং হারাম বর্জন করা। কিন্তু যথাযথ জ্ঞান না থাকায় অনেকেই জড়িয়ে পড়ে হারামের সাথে। ফলে নষ্ট হয় সারা জীবনের আমল ও ইবাদত।


অতএব এর জন্য তওবা করে হারামের রাস্তা থেকে ফিরে আসুন। হালাল রিযিক দ্বারা জীবন পরিচালনা করুন।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
FaisalAbirr

Call

যাই হোক,আর তাই হোক প্রথম শর্ত হলো জুয়া খেলবেন না। দ্বিতীয়ত, যাদের কাছে হেরে গিয়েছেন তাদেরকে অপেক্ষা করতে বলুন আর তৃতীয়ত, আপনার মাসিক ইনকামের সব টাকা না জমিয়ে তা থেকে কিছু টাকা, কোন ফান্ড-টান্ড থাকলে তা থেকে, মাসে কিছু হলেও জমান। এমনকি অনলাইনে কিছু সাইটও আছে, যাতে টাকা ইনকাম করা যায়। সেখান থেকেও নেওয়া যেতে পারে কারণ যখন সব টাকা জমিয়ে আপনি তাদের পরিশোধ করতে যাবেন তখন পরে আপনি সম্পদশুন্য হয়ে যেতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ