হলে কখন ?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ওয়াজিব:যা অত্যাবশ্যকীয় পালনীয়, অর্থাৎ পালন করতেই হবে,পালন না করলে আযাবে গ্রেফতার হতে হবে। আর সুন্নত ২ প্রকার ১) সুন্নতে মুয়াক্কাদা:যা রাসুল সাঃ কখনোই তরক করতেন না। ২)সুন্নতে গায়রে মুয়াক্কাদা বা জায়েদা: যা রাসুল সাঃ কখনো আদায় করতেন, আবার কখনো ছেড়ে দিতেন,কোন প্রকার ওজর ব্যতিরেকে। অর্থাৎ আদায় করলে সাওয়াবের ভাগি হবে,ছেড়ে দিলে কোন গোনাহ নেই। নিঃসন্দেহে ,ওয়াজিব উভয়েরই ইসলামে অনেক গুরুত্ব রয়েছে। তবে সুন্নতের তুলনায় ওয়াজিবের গুরুত্ব অনেক বেশি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ