Share with your friends
Call

বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্যের শেষে যে সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেয়া হয়, তাকে Tag Question বলে। Tag Question ইংরেজি ভাষায় লেখার(writing) চেয়ে বলার(speaking) ক্ষেত্রেই বেশি ব্যবহৃত হয়। একাধিক ব্যক্তির মধ্যে যখন কোন কথোপকথন (conversation) হয়, তখন কথা আগানোর জন্য অর্থাৎ কথোপকথন চালিয়ে যাওয়ার স্বার্থে Tag Question এর বহুল ব্যবহার লক্ষ্য করা যায়।  মূলত নরম ভাবে বা ভদ্র ভাবে (in a soft way) কাউকে কোন কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রে Tag Question অনেক কাজে দেয়। যেমনঃ He is a brilliant student. Tag Question: isn't he? যদি বাংলায় বলিঃ সে একজন মেধাবী শিক্ষার্থী। এর Tag Question হবেঃ সে কি (মেধাবী) নয়?

Talk Doctor Online in Bissoy App