অর্থাৎ কিভাবে কতদিন খেতে হবে?
Share with your friends
Ranasarkar

Call

ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহন করতে হবে। ভিন্ন ভিন্ন সমস্যায় ভিন্ন ভিন্ন ডোজ। সাধারনত ১ টি করে দিন ২ বার ৫ দিন ৭ দিন ১০ দিন হয়ে থাকে।

Talk Doctor Online in Bissoy App
RushaIslam

Call

Flocet 200 Tablet স্কিন সংক্রমণ, শ্বাস জনিত সংক্রমণ, মূত্রনালীর সংক্রমণ, যৌনবাহিত সংক্রমণ, আই এবং কান সংক্রমণ, যোনি সংক্রমণ,নরম টিস্যু সংক্রমণ,যক্ষ্মারোগ, জ্বরবিকার অবস্থায়,  ব্যাকটেরিয়া সংক্রমণ এবং অন্যান্য অবস্থার চিকিৎসার জন্য ব্যবহার করা হয়।রোগীর বাড়াবাড়ি অবস্থা না হলে সাধারণত চিকিৎসক গণ দুপুরে ভরা পেটে খাবার গ্রহণের পর এটি দিয়ে থাকেন। পর পর তিন দিন এটি সেবন করতে হয়। যদি রোগ না কমে তাহলে ৭দিনও এটি খেতে বলেন। তবে চিকিৎসক এর পরামর্শ ব্যতীত এটি সেবন করবেন না। কারণ অনেকসময় এটি স্নায়ুর সমস্যা সৃষ্টি করতে পারে।

Talk Doctor Online in Bissoy App