শেয়ার করুন বন্ধুর সাথে
Call

অনেক কারণে পায়ের তলা জ্বালাপোড়া করতে পারে|তবে কিছু পদ্ধতি অবলম্বন করলে কিছুটা হলেও লাঘব হবে|দেহে পানির ঘাটতি হলে পায়ের তলা জ্বলতে পারে|তাই প্রচুর পরিমাণে পানি পান করবেন| প্রতিদিন এক গ্লাস গুড় ও লেবুর শরবত খেতে পারলে অনেক উপকার পাবেন|সঠিক মাপের জুতা ও মোজা পরিধান করবেন|মোজা অবশ্যই পরিষ্কার থাকতে হবে| ধুমপান ও মাদকদ্রব্য গ্রহণের অভ্যাস জ্বালাপোড়ার কারণ হতে পারে|তাই ধুমপান করা থেকে বিরত থাকবেন| ভিটামিন বি এর ঘাটতি হলে হাত ও পায়ের তলা জ্বালাপোড়া করে|তাই অধিক পরিমাণে ভিটামিন বি সমৃদ্ধ খাবার গ্রহণ করবেন|নিয়মিত ডাবের পানি পান করলে জ্বালাপোড়া লাঘব হবে|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ