Jamiar

Call

আপনি ms word এ MCQ প্রশ্ন তৈরি করবেন কিন্তু MCQ প্রশ্নের অপশন বৃত্তের মাঝে লিখবেন তাইতো অর্থাৎ বৃত্তের মাঝে ক বা খ, গ ও ঘ লেখা থাকে।

এরজন্য আপনাকে একটি ফন্ট ডাউনলোড করতে হবে সেটি হলো proshnap ফন্ট।এর পর MCQ লিখবেন ও  ক খ গ ঘ দিয়ে অপশন গুলো লিখবেন এর পর ক খ গ ঘ শুধু এই অক্ষর গুলো Ctrl প্রেস করে ধরে রেখে মাউস এর লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করবেন। এর পর ফন্ট এ গিয়ে proshnap ফন্টটি সিলেক্ট করবেন তাহলেই হয়ে যাবে। এই ফন্টের নমুনা নিম্নে দিলাম দেখুন।



Talk Doctor Online in Bissoy App