গ্রামার এ Doer আর Doee বুঝতেছিনা। কেউ পারলে একটু হেল্প করেন।
Share with your friends

●Doer শব্দের অর্থ কার্যকর্তা, অনুষ্ঠাতা, অনুষ্ঠাত্রী বা কাজের লোক। কোনো কাজ সম্পাদনকারীকে Doer বা কার্যকর্তা বলে। ●Does শব্দের অর্থ কাজ করা, আচরণ করা, শেষ করা বা পারা। কোনো কাজ সম্পাদনা করাকে Does বা কাজ করা বলে। ●সুতরাং, গ্রামারে Doer হচ্ছে Noun বা বিশেষ‍্য আর Does হচ্ছে Verb বা ক্রিয়া। ●সূত্রঃ বাংলা ইংরেজি ডিকশনারী।

Talk Doctor Online in Bissoy App