শেয়ার করুন বন্ধুর সাথে

Krebs Cycle বা ক্রেবস চক্র হলো সবাত শসনের তৃতীয় ধাপ যেখানে 2 কার্বন বিশিষ্ট আসিটাইল Co-A জারিত  হয় এবং  দুই অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে । এই বিক্রিয়া টি মাইটোকন্ড্রিয়া তে সংঘটিত হয় । কার্বন ডাই অক্সাইড ছাড়াও এই চক্র তে তিন অণু NADH+H+ , এক অণু FADH2 এবং এক অণু GTP উৎপন্ন হয়। উৎসঃ নবম - দশম শ্রেণীর পাঠ্যবই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

শ্বসনের যে ধাপে অ্যাসিটাইল কো-এ অক্সাল এসিডের সঙ্গে বিক্রিয়া করে সাইট্রিক এসিড তৈরি করে এবং পর্যায়ক্রমিক বিক্রিয়া শেষে অক্সালো অ্যাসিটিক এসিড পুনরায় তৈরি হয়ে চক্রকে গতিশীল রাখে তাকে ক্রেবস চক্র বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ