স্টোর কিপার এর দায়িত্ব:

  • নির্দিষ্ট ছকে বা বিন কার্ডে পণ্য প্রাপ্তি,ইস্যু ও উদ্বৃত্তের পরিমাণ লিপিবদ্ধ করা।
  • গুদামে পণ্যের পরিমাণ সংক্রান্ত সর্বশেষ তথ্য জানা।
  • বিভিন্ন প্রকার পণ্যের জন্য আলাদা হিসাব রাখা।
  • পণ্যের অপচয়,চুরি যাতে না হয়,তা লক্ষ রাখা।
  • পণ্যের সঠিক হিসাব রাখা।
  • মজুদ পণ্যের হিসাবের স্বচ্ছতা বজায় রাখা।
  • প্রত্যেক তাকে বা পাত্রে বিনকার্ড যুক্ত করা।
স্টোরে পণ্যের ঘাটতি হতে পারে,যে পণ্য থাকার কথা তার অতিরিক্ত বা বাড়তি পণ্য থাকতে পারে।স্টোর থেকে পণ্য চুরি হতে পারে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ