Share with your friends
Call

ঔষধের কখনো সংক্ষিপ্ত রুপ হয়না। তাছাড়া কোন নামের প্রথম অক্ষর বা কোন পূর্ণ নাম থেকে ঔষধের নামকরণ হয়না। একেক কম্পানি একই উপাদের ঔষধ ভিন্ন ভিন্ন নাম দেয়। আপনাকে একটি উদাহরণ দেই→ Paracetamol হল জ্বর ও ব্যাথা নিবারনের ঔষধ। অর্থ্যাৎ ট্যাবলেটের ভিতর যে মুল উপাদান থাকে এর নাম Paracetamol। এই paracetamol কে দিয়ে তৈরী ঔষধকে Beximco নাম দিয়েছে Napa, Square নাম দিয়েছে ACE, গাওগেরামের কোম্পানী Alkad নাম দিয়েছে Alkaparol, Pharmik কোম্পানী এর নাম দিয়েছ Anapol, Cosmo pharmaয় এর নাম Cpmol ইত্যাদি। এখানে Napa, ACE, Alkaparol, Anapol, Cpmol এসব কোম্পানীগুলির দেয়া Paracetamol এর trade বা বাজারী নাম। আর এ সবগুলোর ভিতরেই যেহেতু Paracetamol থাকে- Paracetamol এখানে generic বা মুল নাম।

Talk Doctor Online in Bissoy App
এটি কোনো কিছুর সংক্ষিপ্ত রূপ নয়। তাই এর কোনো পূর্ণরূপ নাই।

তবে aldictionary অনুসারে, নাপা একটি বাঁধাকপির নাম
Talk Doctor Online in Bissoy App