Share with your friends

ইচটিএমএল কোড হলো ওয়েব ডিজাইনের একটা ভাষা৷ এইচটিএমএল কালার ওয়েব ডিজাইনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর কালার কোড ওয়েবসাইট ডিজাইন করার জন্য কিছু নির্দিষ্ট কোড যা এইচটিএমএল কোডের একটি নির্ধারিত স্থানে লিখলে ওই কালারটি পাওয়া যায়। একটি ওয়েবসাইট ডিজাইন করতে গেলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কালার বা রঙের প্রয়োজন হয়ে থাকে। এই কালার বা রঙের চাহিদা মেটানোর জন্যই কালার কোড ব্যবহার করা হয়৷ সাধারণত একটি ওয়েবসাইটে দুই ধরনের কালার কোড ব্যবহার করা হয়।

(i) হেক্সা কোড (hexa code)
(ii) আরজিবি কোড (rgb code)

আর hexa code হল কিছু এমন ধরনের কোড যা হ্যাশ(#) চিহ্নের পর ইংরেজি বর্ণের মাধ্যমে লেখা হয়। এর মাধ্যমেই একটি কাঙ্খির কালার পাওয়া যায়। উদাহরণ হল #000000 । এই কোডটি লিখলে যে রংটি পাওয়া যাবে তা হল কালো।

Talk Doctor Online in Bissoy App