Share with your friends
Call
Sponstaneously মানে হলো "প্রাকৃতিক ভাবেই জন্মায় তৈরি হয় এমন।"এর সমার্থক শব্দ গুলো হলো বিনামূল্যে(free),স্বয়ংক্রিয়ভাবে(automatically)।
Talk Doctor Online in Bissoy App
Waruf

Call

sponotaneously  মানে স্বতঃস্ফুর্তভাবে। spontaneous একটি মতবাদ। বিজ্ঞানী এরিস্টটল জীব থেকে জীবের উত্তপত্তি সম্পর্কে একটি মতবাদ দেন যেটি এই স্পনটেনিয়াস মতবাদ নামে পরিচিত। এই মতবাদ অনুসারে প্রতি জীব সৃষ্টি হয় প্রাকৃতিক স্বতঃস্ফুর্তভাবে অন্য জীব থেকে।  তিনি প্রমান হিসাবে দেখান যে কিছু গম কে পুরুষের ঘামে ভেজা কাপড়ের ভেতর রাখলে তা থেকে কিছুদিন পর ইদুর জন্ম গ্রহন করে। তিনি বলেন যে স্পনটেনিয়াসলি এক জীব থেকে অন্য জীবের জন্ম গ্রহন করে ঐ জীবের স্বতঃস্ফুর্ত ফ্যাক্টর থেকে। পরে অবশ্য কিছু বিজ্ঞানী একে সামর্থন করেন।  কিন্তু আরেক বিজ্ঞানী এর বিরোধিতা করেন। এবং তিনি একটি পরিক্ষা করেন এভাবে, তিনি একটি কাচের বয়েমে মাংস টুকরা নিয়া বন্ধ করে দেন, কয়েকদিন পর সেখানে কোন জীব না হওয়াই তিনি দেখান যে স্বঃতঃস্ফুর্ত ভাবে জীব সৃষ্টি হয়না। এখানে খোলা পাত্রে মশা মাছি জীবানু বহন করে পাত্রে রাখে এবং ম্যাগট সৃষ্টি করে বলে জীব সৃষ্টি হয়। যদিও এটিকে সহজে গ্রহন করেনি তারা। পরে আরও পরীক্ষার মাধ্যমে স্পনটেনিয়াস মতবাদ বাতিল হয়।( পুরাটা লিখলাম না কারন একদিকে স্পনটেনিয়াস থেকে দুরত্ব হয়ে যাচ্ছে অন্য দিকে বিজ্ঞানীর নাম মনে নাই (সম্ভবত বিজ্ঞানী সোয়ান) ) 

Talk Doctor Online in Bissoy App