Share with your friends
Waruf

Call

প্রতিটি ওয়েবসাইটকে সনাক্ত করার জন্য একটি নিউমেরিক্যাল আইপি এড্রেস থাকে কিন্তু মনে রাখার সুবিধার জন্য এই আইপিকে একটি না আলফানিউমেরিক নাম দিয়া কোড এনকোড করা হয়, একে ডোমেইন নেম বলে । তবে সোজা ভাবে বলতে গেলে ওয়েব সাইটের নাম ও হোস্ট সংবলিত নামকে ডোমেইন নাম বলে যেমন। facebook.com এখানে facebook হচ্ছে ওয়েবসাইটের নাম এবং .com হচ্ছে কমার্শিয়াল হোস্ট ক্যাটাগরি। 

Talk Doctor Online in Bissoy App
Call
Domain শব্দের অর্থ চিন্তা, কর্ম, জ্ঞান ইত্যাদির এলাকা বা ক্ষেত্রবিশেষ। এটি দ্বারা সাধারণত 'গণিত' এবং 'জীববিজ্ঞান' কে বোঝানো হয়ে থাকে।
Talk Doctor Online in Bissoy App

কোনো ওয়েবসাইট ভিজিট করতে হলে

 ব্রাউজারের অ্যাড্রেসবারে যে ঠিকানা লেখা হয়,তাকে ডোমেইন নেম বলে।অন্য ভাবে বলা যায়,আইপি অ্যাড্রেস মনে রাখা কষ্টকর,এর বিপরীতে যে নাম ব্যবহৃত হয়,তাই ডোমেইন।
যেমন:www.bissoy.com
(এখানে www হচ্ছে সাব-ডোমেইন, bissoy হলো ডোমেইন নেম আর com হলো টপ লেভেল ডোমেইন,.com এর পূর্ণরূপ হলো commercially,যা বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করা হয়)
Talk Doctor Online in Bissoy App