প্রথম থেকে শেষ পর্যন্ত বলবেন।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রতিবেদন লিখার নিয়ম: প্রতিবেদনের সময়: সকাল/বিকাল প্রতিবেদনের তারিখ :  তাং লিখবেন। প্রতিবেদনের বিষয়:  বিষয়ের নাম লিখবেন । সরজমিনে তদন্তের স্থান: জায়গার নাম লিখবেন। প্রতিবেদকের নাম ও ঠিকানা:                                       নাম:                                 ঠিকানা: যে বিষয়ে লিখবেন তা এখানে পুনরায় লিখবেন ।  যেমন :         "এলাকায় নলকূপ স্থাপন"  তারপর বর্ণনা লিখবেন.......... .......................................... .......................................... সবশেষে একটি খাম দিতে হয়,  পত্র বা চিঠির অনুরূপ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়ম:


বরাবর


অধ্যক্ষ


ক কলেজ


ঢাকা।


বিষয়:শিক্ষার পরিবেশ নিয়ে প্রতিবেদন।


সূত্র:১৮.কখ/২০১৮(৩০)


জনাব,


আপনার আদেশে শিক্ষার পরিবেশ নিয়ে একটি প্রতিবেদন রচনা করছি।

                শিরোনাম

          (যে বিষয়ে প্রতিবেদন তার বর্ণনা.....)



প্রতিবেদকের নাম:

প্রতিবেদনের স্থান:

প্রতিবেদনের সময় ও তারিখ:


সবশেষে একটি খাম দিবেন,পত্রে যেভাবে খাম দেন।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ