• চোখের সাসপেনশনঃ ব্যাকটেরিয়ার সংক্রমণেঃ ১ ড্রপ করে দিনে ৫ বার চোখের কনজাংটিভাল স্যাকে দিতে হবে। 
  • মারাত্মক সংক্রমণের ক্ষেত্রে প্রথম ১-২ দিন প্রতি ঘন্টায় ১ ড্রপ করে দিতে হবে। 
  • অপারেশন পরবর্তী সংক্রমণ ও প্রদাহের চিকিৎসায়ঃ ১ ড্রপ করে দিনে ৪ বার চোখের কনজাংটিভাল স্যাকে ১ সপ্তাহ যাবৎ দিতে হবে। 
  • রােগের উন্নতির উপর নির্ভর করে পরবর্তীতে মাত্রা কমানাে যেতে পারে। 
  • চোখের অয়েন্টমেন্ট ব্যাকটেরিয়াল সংক্রমণে দিনে ৩-৪ বার চোখের কনজাংটিভাল স্যাকে দিতে হবে। 
  • অপারেশন পরবর্তী সংক্রমণ ও প্রদাহের চিকিৎসায়ঃ চোখের সাসপেনশনের সহযােগী হিসাবে রাতের বেলায় চোখের অয়েন্টমেন্ট ব্যবহার করা উচিত। 

 

 

ইনফ্লাজেন চোখের ড্রপ সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে ইনফ্লাজেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ