• চোখের সাসপেনশনঃ ব্যাকটেরিয়ার সংক্রমণেঃ ১ ড্রপ করে দিনে ৫ বার চোখের কনজাংটিভাল স্যাকে দিতে হবে। 
  • মারাত্মক সংক্রমণের ক্ষেত্রে প্রথম ১-২ দিন প্রতি ঘন্টায় ১ ড্রপ করে দিতে হবে। 
  • অপারেশন পরবর্তী সংক্রমণ ও প্রদাহের চিকিৎসায়ঃ ১ ড্রপ করে দিনে ৪ বার চোখের কনজাংটিভাল স্যাকে ১ সপ্তাহ যাবৎ দিতে হবে। 
  • রােগের উন্নতির উপর নির্ভর করে পরবর্তীতে মাত্রা কমানাে যেতে পারে। 
  • চোখের অয়েন্টমেন্ট ব্যাকটেরিয়াল সংক্রমণে দিনে ৩-৪ বার চোখের কনজাংটিভাল স্যাকে দিতে হবে। 
  • অপারেশন পরবর্তী সংক্রমণ ও প্রদাহের চিকিৎসায়ঃ চোখের সাসপেনশনের সহযােগী হিসাবে রাতের বেলায় চোখের অয়েন্টমেন্ট ব্যবহার করা উচিত। 

 

 

এফ-কর্ট প্লাস চোখের ড্রপ সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে এফ-কর্ট প্লাস

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ