RyanRyan

Call

এই অবস্থায় আপনার সবথেকে ভালো হবে নতুন করে windows দেয়া। ভালোভাবে windows দিয়ে ল্যাপটপের সব ড্রাইভার ইন্সটল করুন। তারপর ভালো কোনো অ্যান্টিভাইরাস ইনস্টল করে একটা স্ক্যান করবেন। এতেই সমস্যা ঠিক হতে পারে, আর না হলে ভালো কোনো সার্ভিসিং সেন্টারে নিয়ে যান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার ল্যাপটপ এর মধ্যে একটা হাতঘড়ির ব্যাটারির মতো ছোট ব্যাটারী আছে৷ এর কয়েকটি কাজ- তন্মধ্যে একটি হলো ল্যাপটপ অফ থাকাবস্থায় টাইম ঠিক রাখা৷ ঐ ব্যাটারিটা নষ্ট হয়ে যাওয়ার কারণে টাইম নষ্ট হয়ে যাচ্ছে৷ এজন্য ল্যাপটপে উইন্ডোজ দেয়ার সাথে সাথে ছোট ব্যাটারিও পরিবর্তন করতে হবে৷ তা না হলে টাইম ঠিক না থাকা সমস্যার সমাধান হবে না৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ