Share with your friends
Waruf

Call

মিয়োসিস এক প্রকার কোষ বিভাজন। কোষ বিভাজন ৩ প্রকার। যথা ১। আমাইটোসিস ২। মাইটোসিস ৩। মিয়োসিস। মিয়োসিস কোষ বিভাজন হয় জীবের জনন কোষে। এই বিভাজনের ফলে একটি কোষ থেকে মোট চারটি কোষ উৎপন্ন হয়। কোষগুলো হ্যাপ্লয়েড (n) হ্যাপ্লয়েড হচ্ছে এই কোষে ক্রোমোসোম সংখ্যা মাতৃ কোষের অর্ধেক থাকে। (মিয়োসিস জটিল প্রক্রিয়া। এ ধাপের ভেতরও একটি মাইটোসিস ধাপ থাকে) 

Talk Doctor Online in Bissoy App
Call

যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি সুকেন্দ্রিক কোষের নিউক্লিয়াস ২ বার ও ক্রোমোজোম ১ বার বিভক্ত হয়ে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোমবিশিষ্ট ৪টি অপত্য কোষের সৃষ্টি হয় তাকে মিয়োসিস বলে।একে হ্রাসমূলক বিভাজনও বলা হয়।

Talk Doctor Online in Bissoy App