উচ্চ রক্তচাপের ভেষজ চিকিস্যা কি?
শেয়ার করুন বন্ধুর সাথে

*সাজিনার পাকা পাতার টাটকা রস দিনে দুই বেলা খাবার আগে ২ থেকে ৩ চামচ করে খেতে হবে। এক সপ্তাহ খেলে উচ্চরক্তচাপ কমে স্বাভাবিক হয়ে আসে। *রক্তচাপ খুব বেশি হলে ১০-১২গ্রাম কাঁটা সুশুনির কাঁচা শাক বেটে, পানিতে গুলে ছেঁকে নিয়ে একটু চি৭আ বা মিছরি মিশিয়ে শরবৎ করে খেতে হয়। তবে ডায়াবেটিস বা এসিডিটি থাকলে চিনি বা মিছরি বাদ দিতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ