শেয়ার করুন বন্ধুর সাথে

প্রতিস্থাপিত অ্যালকিনে দ্বিবন্ধনে আবদ্ধ প্রত্যেকটি কার্বনের সাথে যুক্ত পরমাণু বা মূলকগুলোর ত্রিমাত্রিক স্থানে বিন্যস্ত হওয়ার কারণে যে সমানুতার উদ্ভব হয় তাকে জ্যামিতিক সমানুতা বলে। যদি দ্বিবন্ধনের একই পার্শ্বে একই ধরনের দুটি পরমাণু বা মূলক থাকে, তাহলে একে সিস্- সমানু বলে। আর যদি দ্বিবন্ধনের বিপরীত পার্শ্বে একই ধরনের পরমাণু বা মূলক যুক্ত থাকে তাহলে একে ট্রান্স-সমানু বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ