শেয়ার করুন বন্ধুর সাথে

ত্রিমাত্রিক স্থানে অর্থাৎ স্পেসের মধ্যে যৌগস্থিত পরমাণু বা মূলকের স্থানিক বিন্যাসের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব হয় তাকে স্টেরিও সমানুতা বলে। এর ফলে যে সমানুগুলো গঠিত হয় তাদেরকে পরস্পরের স্টেরিও সমানু বলে। ভিন্ন ত্রিমাত্রিক সমানুগুলোকে আবার কনফিগারেশন ও বলা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ