Share with your friends

কম্পিউটার শব্দটি গ্রীক শব্দ Compute থেকে এসেছে, যার অর্থ গণনা করা। আর কম্পিউটার (Computer) অর্থ হিসাব গণনাকারী যন্ত্র। কিন্তু কম্পিউটার এখন হিসাব গণনায় সীমাবদ্ধ নয়। এখন কম্পিউটার এমন এক যন্ত্র, যা তথ্য গ্রহন করে এবং বিশ্লেষণ করে সঠিক তথ্য ফলাফল হিসেবে প্রদান করে। সূত্রঃ https://bn.m.wikipedia.org/wiki/কম্পিউটার

Talk Doctor Online in Bissoy App
Call

কম্পিউটার হচ্ছে গননাকারি বা হিসাবরক্ষক যন্ত্র।

Talk Doctor Online in Bissoy App

Call

গণনাযন্ত্র বা কম্পিউটার (ইংরেজিঃComputerকম্‌পিঊটার্‌) হল এমন একটি যন্ত্র যা সুনির্দিষ্ট নির্দেশ অনুসরণ করে গাণিতিক গণনা সংক্রান্ত কাজ খুব দ্রুত করতে পারে।

 কম্পিউটার এমন এক যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ ও উপস্থাপন করে। সভ্যতার বিকাশ এবং বর্তমানে তার দ্রুত অগ্রগতির মূলে রয়েছে গণিত ও কম্পিউটারের প্রবল প্রভাব।

Talk Doctor Online in Bissoy App

কম্পিউটার হচ্ছে এমন একটা যন্ত্র যা মানুষের দেয়া তথ্যের ওপর ভিত্তি করে নির্ভূল ভাবে কাজ সম্পাদন করে । কম্পিউটার নিজে ভূল সংশোধন করতে পারে না। কিন্তু ভূল ধরতে পারে । কম্পিউটার হিসাবকারী যন্ত্র হলেও বর্তমানে বিনোদন ক্ষেত্রে এটি ব্যপক ভূমিকা পালন করছে ।

Talk Doctor Online in Bissoy App