শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হ-য-ব-র-ল -এটাই বাগধারা যার স্বাভাবিক অর্থ বিশৃঙ্খলা

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হ-য-ব-র-ল বাগধারার অর্থ বিশৃঙ্খলা

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

হযবরল এর আলঙ্কারিক অর্থ বিশৃঙ্খলা। কিন্তু কি করে এর অর্থটা বিশৃঙ্খলা হলো তা নিচের কবিতা পঙক্তিতে বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে।

”য র ল ব শ ষ তারপরে স,হ বর্ণমালায় রয়;
হ-কে আগে এনে য ব র ল দিলে হযবরল যে হয়।
তাতে সব এলোমেলো হয়ে যায়, বলে সুকুমার রায়;
ক্রিয়াভিত্তিক নিয়মেতে মোরা সাজাইব পুনরায়।”

বস্তুত হ য ব র ল হল সুকুমার রায় রচিত একটি রম্য রচনা। হ য ব র ল বাংলা সাহিত্যের ননসেন্স ধারার একটি শ্রেষ্ঠরচনা।

গল্পটা শুরু হয় একটা বাচ্চা ছেলের ঘুম থেকে উঠার মধ্যে দিয়ে। গরমকালে ঘাম মোছবার জন্য রুমালটা তুলতে গিয়ে সে দেখে তার রুমাল একটা বেড়াল হয়ে গেছে। বেড়ালটার সাথে সে গল্প করতে শুরু করে এবং বুঝতে পারে বেড়ালটা উল্টোপাল্টা কথা বলছে। পরে ছেলেটার দেখা হয় কাকেশ্বর নামক দাঁড়কাক সাথে যে বিদঘুটে হিসাব করে। এরপরে একে একে উদো আর বুদো, হিজিবিজবিজ, ব্যাকরণ শিং, নেড়া, সজারু, প্যাঁচা ইত্যাদি আরও অনেক চরিত্রের অনুপ্রবেশ ঘটে আর বাড়তে থাকে বিশৃঙ্খলা। নামের অক্ষর বিন্যাসে যেমন বিশৃঙ্খলা বিদ্যমান তদ্রূপ বইয়ের সাহিত্য বর্ণনায় বিশৃঙ্খলায়ও বিশৃঙ্খলা বিদ্যমান। এখান থেকেই এটি একটি বাগধারায় রূপান্তরিত হয়েছে।

https://bn.wikipedia.org/wiki/%E0%A6%B9_%E0%A6%AF_%E0%A6%AC_%E0%A6%B0_%E0%A6%B2
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
বাংলা ভাষায় বহু শব্দ রয়েছে, যেসব শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব‍্যবহৃত হয়। বাংলা ডিকশনারীতে হ-য-ব-র-ল শব্দের বিভিন্ন অর্থ রয়েছে। যেমন:
১। বিশৃঙ্খলা।
২। অব‍্যবস্থা।
৩। অগোছালো।
৪। বিপর্যস্ত।
৫। এলোমেলো।
৬। উলট-পালট।
৭। উল্টাপাল্টা।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ