সেকেন্ডারি রেফ্রিজারেন্টকে ঠান্ডা করার জন্য সেন্ট্রাল এয়ারকন্ডিশনিং প্লান্টে যে কুলিং ইউনিট ব্যবহার করা হয় তাকে চিলার বলে।  চিলার প্রধানত দুই প্রকার।যথাঃ- ১। ড্রাই টাইপ চিলার এবং ২। ফ্ল্যাডেড টাইপ চিলার। চিলারের কাজঃ- চিলারের প্রধান কাজ চিল্ড ওয়াটার তৈরি করা।রেফ্রিজারেন্টের সাহায্যে পানি তাপ অপসারন করে এর তাপমাত্রা নিম্নমূখী করা এবং তা কুলিং কয়েলের মাধ্যমে শীতাতপ নিয়ন্ত্রনে সহযোগিতা করা চিলারের কাজ।এছাড়া প্রাইমারি ওয়াটারকে সেকেন্ডারি ওয়াটারের মাধ্যমে শীতল করাও চিলারের কাজ। চিল্ড ওয়াটার সিস্টেমের অংশগুলোর নামঃ- (a) চিলার - কম্প্রেসর - কনডেনসার - ইভাপোরেটর (b) কুলিং কয়েল (c) চিল্ড ওয়াটার পাম্প।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ