ইউটিউব(Youtube) এ community guideline strike খেলে কি ক্ষতি??


আমার ইউটিউব চ্যানেল ৩ মাসের জন্য ২ টা স্ট্রাইক দিছে ৩ মাস পর তো স্ট্রাইক মুছে ফেলবে তাহলে ক্ষতি কি?? আমার বন্ধুরা বলতেছে ৩ মাস পর স্ট্রাইক মুছে ফেললেও নাকি আমার চ্যানেল আর প্রমোট হবে না, এবং স্ট্রাইক খাইলে নাকি চ্যানেল দুর্বল হয়ে যায় এবং ইউটিউব নাকি সেই চ্যানেল আর প্রমোট করে না। কথাটা কি সত্য??


image

Share with your friends

বিষয়টা অনেকটা এরকম,  আসামীকে ছেড়ে দিলেও মামলার খাতায় ঠিকই নামটা থেকে যায়।

স্ট্রাইকের মেয়াদ শেষ করে আবার চ্যানেল আগের পর্যায়ে নিয়ে আসাটা কঠিন। তাই ধরা হয়, স্ট্রাইক খেলে চ্যানেল আর বেশিদিন টিকেনা।

এই দুই স্ট্রাইক থাকাকালে আর একটি স্ট্রাইক হলেই চ্যানল ব্যান। এমনকি যদি এডসেন্স থাকে সেটাও ব্যান হতে পারে।


তাই পরামর্শ হলো, স্ট্রাইক থাকা অবস্থায় সতর্ক থাকা।

রুলসের বাইরে কোনভাবেই যাওয়া যাবেনা।

আর কপিরাইট পুরোপুরি বাদ দিতে হবে।

Talk Doctor Online in Bissoy App