শেয়ার করুন বন্ধুর সাথে

জাভাস্ক্রিপ্ট লেখক: মিজানুর রহমান ও মো. জুয়েল রানা দাম: ৫০০ টাকা পৃষ্ঠা: ৫৮০ প্রকাশক: জ্ঞানকোষ প্রকাশনী, ৩৮/২ ক, বাংলাবাজার, ঢাকা ১১০০ ওয়েবসাইট দেখার সব সফটওয়্যারই প্রোগ্রামিং ভাষা জাভাস্ক্রিপ্ট সমর্থন করে। যে কারণে জাভাস্ক্রিপ্ট সারা বিশ্বেই ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স, সাফারি, অপেরা ও গুগল ক্রোম—প্রতিটিতেই জাভাস্ক্রিপ্টে লেখা প্রোগ্রাম ব্যবহূত হয়ে থাকে। আর এ প্রোগ্রামিং ভাষার বিভিন্ন দিক নিয়ে প্রকাশিত হয়েছে জাভাস্ক্রিপ্ট বইটি। লিখেছেন মিজানুর রহমান ও মো. জুয়েল রানা। যাঁরা জাভাস্ক্রিপ্ট বিষয়ে জানতে চান, তাঁদের এই বইটি কাজে লাগবে। এতে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন সংস্করণ নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। এ ছাড়া জাভাস্ক্রিপ্ট এনভায়রনমেন্ট, এইচটিএমএল পরিচিতি, এইচটিএমএল বেসিক ইত্যাদি বিষয়েও রয়েছে আলোচনা। বইতে ১৭টি অধ্যায়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন বিষয়। প্রতিটি অধ্যায়ের বিষয়ের সঙ্গে রয়েছে প্রয়োজনীয় ছবি ও বর্ণনা। জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলস-ভিত্তিক বাস্তব কাজের বর্ণনা আছে এতে। আছে ডিসিশন মেকিং, লুপিং অ্যান্ড ডিসিশন মেকিং, জাভাস্ক্রিপ্ট ফাংশন, জাভাস্ক্রিপ্ট ইভেন্ট, জাভাস্ক্রিপ্ট ফর্ম অবজেক্ট, জাভাস্ক্রিপ্ট কুকি পরিচিতি ইত্যাদি। ১০টি পূর্ণাঙ্গ প্রকল্প রয়েছে এ বইতে। বইটির সঙ্গে বিনা মূল্যে রয়েছে একটি সিডি। সিডিতে বইয়ে দেখানো বিভিন্ন প্রকল্প ও সফটওয়্যার পাওয়া যাবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ