Call

যাবে কিন্তু গণিতে 3.50 থাকতে হবে ।।।বিজ্ঞান বিভাগকে বেশি গুরুত্ব দেওয়া হয় ।।। আপনি এই সাইটে গিয়ে  সব তথ্য পাবেন www.bteb. gov.bd. com   ।।  ২০১৬ প্রবিধান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য (যেগুলো নিয়ে সবার মাঝে প্রশ্ন থাকে)

১।কোর্সের নাম হবে "ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং"
২। ৪ বছর মেয়াদী (৮ সেমিস্টার)
৩। ১ম থেকে ৭ম পর্ব সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।
৪। ৮ম পর্ব শিল্প কারখানা এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।
৫। ১ম/২য়/৩য় পর্বে ৩ বা ততোধিক বিষয়ে (তাত্ত্বিক/ব্যবঃ) রেফার্ড এলে ড্রপ আউট।
৬। ৪র্থ/৫ম/৬ষ্ঠ/৭ম পর্বে ৪ বা ততোধিক বিষয়ে (তাত্ত্বিক/ব্যবঃ) রেফার্ড এলে ড্রপ আউট।
৭। এইচএসসি (ভোকেশনাল) এর পাসকৃত শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি শূন্য আসনে ৪র্থ পর্বে ভর্তি হওয়ার সুযোগ পাবে।
৮। এইচএসসি (বিজ্ঞান) এর পাসকৃত শিক্ষার্থীরা শূন্য আসনে ৩য় পর্বে ভর্তি হওয়ার সুযোগ পাবে। 
৯। রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ ভর্তির বছর থেকে পরবর্তী ৮ (আট) বছর পর্যন্ত থাকবে। 
১০। পর্ব ভিত্তিক গ্রেড পয়েন্টের গুরুত্ব নিম্নরূপঃ
১ম= ৫%
২য়= ৫%
৩য়= ৫%
৪র্থ= ১০%
৫ম= ১৫%
৬ষ্ঠ= ২০%
৭ম= ২৫%
৮ম= ১৫%

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

HSC পাশ করে পলিটেকনিকে তৃতীয় সেমিস্টারে ভর্তি হওয়া যায় না।ভর্তি হতে চাইলে আপনাকে প্রথম সেমিস্টারে ভর্তি হতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি যদি এটা শুনে থাকেন তবে আমি বলবো যা শুনছেন তা ভুল। এমন কোনো পদ্ধতি নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এইসএসসি তে সাইন্সে থাকলে বেসরকারী পলিটেকনিকে ৩য় বা ৪র্থ সেমিস্টারে ভর্তি হওয়া যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ